Site icon Jamuna Television

সকালে জেলখানার প্রাচীর টপকে পলায়ন, বিকেলে আবার গ্রেফতার

রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে পালানো কয়েদী ওমর কিস্কুকে আটকের পর আবারও কারাগারে প্রেরণ করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পুলিশ তাকে কারাগারে প্রেরণ করে। এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুছ জানান, সকালে জেলখানার প্রাচীর টপকে পালিয়ে যায় ওমর কিস্কু। বিষয়টি জেলখানা কর্তৃপক্ষ জানালে সন্ধান শুরু করে পুলিশ। পরে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা রেলক্রসিং এলাকা থেকে কিস্কুকে আটক করে। বিকেলে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পুলিশের তথ্যমতে, ওমর কিস্কু আদিবাসী। সে খ্রীষ্টান ধর্মের অনুসারি। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার শিমলা দীঘিপাড়া গ্রামে। শিমলা দীঘিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা মরিয়ম গণধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ওমর কিস্কু। ২০১১ সাল থেকে জেলখানায় অন্তরীণ।

Exit mobile version