Site icon Jamuna Television

আমাজন রক্ষায় ৫০ লাখ ডলার দিচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও

দাবানলে ক্ষতিগ্রস্ত ‘পৃথিবীর ফুসফুস’খ্যাত আমাজনের সংরক্ষণে এগিয়ে আসলেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। এই অভিনেতার প্রতিষ্ঠান আর্থ অ্যালায়েন্সের পক্ষ থেকে ৫০ লাখ ডলার সাহায্যের ঘোষণা দেয়া হয়েছে।

আর্থ অ্যালায়েন্স’র লক্ষ্য হলো পৃথিবীর জলবায়ু ও পরিবেশ পরিবর্তন মোকাবিলায় জরুরী ভিত্তিতে কাজ করা।

হলিউড তারকা লিওনার্দো ও দুই বন্ধু লরিন পাওয়েল জবস এবং ব্রিয়ান শেথ এই সংগঠননি প্রতিষ্ঠা করেন।

এই অর্থ আমাজন সংরক্ষণের জন্য স্থানীয় ৫টি প্রতিষ্ঠানকে দেওয়া হবে।

Exit mobile version