Site icon Jamuna Television

দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারনা, আটক ১

সিলেটে অনলাইনে ছয়মাসে দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে নগরীর জিন্দাবাজার এলাকার ব্লুওয়াটার শপিং সিটিতে আমার বাজার লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান থেকে মো: হেলাল নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নথিপত্র জব্দ করে র‌্যাব।

র‌্যাব ৯ এর এএসপি মোহাম্মদ অবাইন জানান, দীর্ঘদিন থেকে অনলাইনে ডিল ফেয়ার নামক একটি বিদেশী সফটওয়ারের মাধ্যমে ছয়মাসে দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোন ধরনের বৈধ কাগজ পত্র ছাড়া টাকা আদায় করছিলো প্রতারক চক্রটি।

কয়েকজন গ্রাহক অভিযোগ জানালে র‌্যাব অভিযান পরিচালনা করে। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

Exit mobile version