Site icon Jamuna Television

ছাত্রীর কপাল ও গালে চুমু খাওয়ায় বালিকা বিদ্যালয়ের শিক্ষক আটক

স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাকিমকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আটক করা হয়।

জানা যায়, তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে রবিবার (২৫শে আগস্ট) শারীরিক শিক্ষার শিক্ষক আব্দুল হাকিম কপাল ও গালে চুমু খায়। ছাত্রীটি বাড়িতে ফিরে তার বাবাকে বিষয়টি জানায়। তার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনকে বিষয়টি জানান। অভিভাবক আব্দুর রহিমের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন আখতারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে শিশুটির বাবা আব্দুর রহিম এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ সোমবার বিকেলে অভিযুক্ত শিক্ষক আব্দুল হাকিমকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক আব্দুল হাকিমকে আটক করা হয়েছে।

Exit mobile version