Site icon Jamuna Television

বিনা চি‌কিৎসায় স্কুলছাত্র মৃত্যুর অ‌ভি‌যোগ; হাসপাতাল ভাংচুর

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধিঃ
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিনা চিকিৎসায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতালে ভাংচুর চালিয়েছে মৃতের স্বজন ও সহপাঠিরা।

অ‌ভির পরিবারের অভিযোগ, সোমবার সন্ধ্যা সাতটায় অসুস্থ্য ছেলেকে নিয়ে হাসপাতালে যান। কর্তব্যরত ডাক্তার আনোয়ার উল্লাহ রোগীকে পর্যবেক্ষন করে রোগীর স্বজনদের জানান রোগীর অবস্থা আশঙ্কা জনক। তা‌কে দ্রুত ব‌রিশা‌লে নি‌তে হ‌বে। একথা ব‌লে তি‌নি রোগীর প্রাথ‌মিক কোন চি‌কিৎসা না ক‌রেই হাসপাতাল ত্যাগ ক‌রেন। কিছুক্ষন পর অ‌ভি মারা যায়।

স্বজনরা জানান, চি‌কিৎসক‌কে বার বার রোগী‌কে ওয়াশ করার দাবী জানান হ‌লেও চি‌কিৎসক ক‌রে নাই। এদি‌কে এ খবর দ্রুত ছ‌ড়ি‌য়ে পর‌লে অ‌ভির সহপা‌ঠি ও স্বজনরা হাসপাতা‌লে ব্যপক ভাংচুর চালায়। এ সময় খবর পে‌য়ে পু‌লিশ এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌নে আ‌নে।

এ ব্যপা‌রে অ‌ভিযুক্ত চি‌কিৎসক আ‌নোয়ারুল ইসলা‌মের মোবাইল ফোন যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। ত‌বে পরব‌র্তি দা‌য়িত্বরত চি‌কিৎসক তা‌রেক হাসান জানান, তি‌নি আসার অ‌নেক আগেই অ‌ভি মারা গে‌ছে। তার ভ‌র্তির কাগ‌জে আন‌নোন প‌য়ো‌জিং লেখা র‌য়ে‌ছে ব‌লেও তি‌নি জানান।

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মাহফুজুর রহমান জানান, বর্তমা‌নে প‌রি‌বেশ পু‌লিশ নিয়ন্ত্র‌নে র‌য়ে‌ছে। ত‌বে অ‌ভির মৃত্যুর কারণ খ‌তি‌য়ে দেখা হ‌বে। য‌দি কারও কোন ধর‌নের অব‌হেলা আ‌ছে কিনা সেটাও দেখা হ‌বে। নিহত অ‌ভি পটুয়াখালী সরকারী জু‌বিলী স্কু‌লের দশম শ্রেনীর ছাত্র। ত‌বে হঠাৎ ক‌রে অ‌ভি কেন কি পান ক‌রে‌ছে তা জানা যায়‌নি।

Exit mobile version