Site icon Jamuna Television

জাতীয় কবির সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম প্রয়াণ দিবস আজ। তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিদ্রোহী কবির জীবনী ও সাহিত্য, অনুবাদের মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার দাবি আগতদের।

আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জানায়।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক বিষ বাষ্প থেকে বেরিয়ে আসতে হবে।

আর বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিদ্রোহী কবির চেতনাকে ধারণ করে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করতে হবে।

শ্রদ্ধা জানাতে আসা ভক্তরা বলছেন, নজরুলের কবিতা ও গান এক অসাম্প্রদায়িক বিশ্বের প্রতিচ্ছবি। তাই, দ্রোহের কবির কবিতা, গান, গল্প বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার আহ্বান তাদের।

Exit mobile version