Site icon Jamuna Television

ব্যথানাশক ওষুধে অতিরিক্ত আফিম: মার্কিন কোম্পানিকে ৫ হাজার কোটি টাকা জরিমানা

ব্যথানাশক ওষুধে অতিরিক্ত আফিম মেশানোর অপরাধে ‘জনসন এন্ড জনসন’ প্রতিষ্ঠানকে রেকর্ড ৫৭২ মিলিয়ন ডলার জরিমানা করলেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

সোমবার ওকলাহোমা আদালত এই রায় শোনান।

ওষুধে আফিম জাতীয় নেশাদ্রব্যের ব্যবহারের অভিযোগে এই প্রথম কোনো মামলার রায় হলো। জরিমানার অর্থ ক্ষতিগ্রস্ত এবং নেশায় আসক্ত হয়ে পড়া মানুষের চিকিৎসা ও পুনর্বাসনে খরচ করা হবে।

তবে বহুজাতিক জায়ান্ট ‘জনসন এন্ড জনসন’ এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আইনজীবী।

যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রক সংস্থা- সিডিসি’র তথ্য অনুসারে, ১৯৯৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওষুধে আফিমের প্রভাব এবং ওভারডোজের কারণে বিশ্বে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০ হাজার মানুষ। যাদের ৬ হাজারই ওকলাহোমার অধিবাসী। এর বাইরেও নেশায় আসক্ত হয়েছেন অনেকে।

Exit mobile version