Site icon Jamuna Television

‘ইরাকে ইসরায়েলি বিমান হামলায় যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে’

ইরাকে বেশ কয়েক দফা ইসরায়েলি বিমান হামলার পেছনে যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত ফাতাহ জোট। দেশটি থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে জোটটি।

এক বিবৃতিতে ইরাকি পার্লামেন্টের অন্যতম শরীক শিয়া জোটের দাবি, ইসরায়েলি আগ্রাসন যুদ্ধের স্পষ্ট উস্কানি।

ড্রোন হামলায় এক শিয়া কমান্ডার নিহত হওয়ার একদিন পর এ বিবৃতি দিলো জোটটি। অন্যদিকে বিবৃতি দিয়ে হামলার পেছনে দায় অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের দাবি, ইরাকের সার্বভৌমত্বকে সমর্থন করে তারা। অভ্যন্তরীণ নিরাপত্তা ও গণতন্ত্র সুরক্ষার সম্পূর্ণ অধিকার আছে সরকারের।

এদিকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করেও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মাইকেল আওনের দাবি, যুদ্ধ পরিস্থিতি চাপিয়ে দিতে চাইছে ইসরায়েল।

Exit mobile version