Site icon Jamuna Television

আইএসের হামলার পর শ্রীলঙ্কায় মুসলিমবিদ্বেষ বেড়েছে: জাতিসংঘ

চলতি বছর শ্রীলঙ্কায় আইএস’র হামলার পর দেশটিতে বেড়েছে মুসলিমবিদ্বেষ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।

১২ দিনের বিশেষ সফর শেষে শ্রীলঙ্কার সংখ্যালঘু পরিস্থিতি তুলে ধরেন জাতিসংঘের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত আহমেদ শহীদ।

ক্রমবর্ধমান মুসলিমবিদ্বেষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সতর্ক করে বলেছেন, বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে তৈরি হওয়া অবিশ্বাস প্রভাব ফেলবে সামগ্রিক আইনশৃংখলা পরিস্থিতির ওপর।

গত ২১ এপ্রিল ইস্টার সানডে-তে র্গিজায় আইএস’র বোমা হামলায় নিহত হয় প্রায় ২৫০ জন। এ ঘটনার পর দফায় দফায় ধর্মীয় সহিংসতার শিকার হয় সেদেশের মুসলিমরা। ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর সহ শারীরিক হামলার শিকার হয় বহু মুসলিম।

Exit mobile version