Site icon Jamuna Television

সংসদ নির্বাচন যথাসময়ে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার দুপুরে ভোলায় এক জনসভায় মন্ত্রী বলেন, নির্বাচন পরিচালনায় কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার।

এর আগে লালমোহন থানার নতুন ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। লালমোহন উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত জনসভার সভাপতিত্ব করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। পরে তজুমদ্দিনে নতুন আরেকটি থানা ভবনেরও উদ্বোধন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আজকের বিশাল জনসভাই প্রমাণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই। ভবিষ্যতেও শেখ হাসিনা সরকারের প্রয়োজনীয়তা আছে। বাংলাদেশ আজ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। অকাল বন্যার কারণে কিছু সময় খাদ্য সংকট দেখা দিয়েছিল, সে সমস্যা শেষ হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা আজ মাদার অব হিউমিনিটিতে পরিণত হয়েছেন।

Exit mobile version