Site icon Jamuna Television

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ বছরের মাহাতাব নামে আরও একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি দিনাজপুর জেলার বিরলে। এ নিয়ে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু হল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৮ তারিখ রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে মাহাতাবকে ভর্তি করা হয়। আশংকাজনক হওয়ায় কয়েকদিন আইসিইউতে রাখা হয় তাকে। শারীরিক অবস্থার উন্নতি হলে গত সোমবার তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। আজ মঙ্গলবার ভোরে মারা যায় তিনি।

এদিকে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২৭ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন রোগী। চিকিৎসা নিয়ে চলে গেছেন ১৪ জন। এছাড়া ১৯ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৫৮০ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ৫৫৩ জন।

Exit mobile version