Site icon Jamuna Television

জামালপুরের সাবেক ডিসি ও অফিস সহায়কের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, জামালপুর
জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের নারী কেলেঙ্কারীর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে জামালপুর মানবাধিকার ও নাগরিক সুরক্ষা আন্দোলন নামের একটি সংগঠন মানববন্ধনটির আয়োজন করে। ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক হাফিজ রায়হান সাদা, শওকত জামান, নারীনেত্রী শামীমা খান প্রমুখ।

এ সময় বক্তারা সম্প্রতি জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীর ও তার নারী অফিস সহায়কের আপত্তিকর ভিডিও ফাসের ঘটনায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি যারা এই ভিডিওটি ফাস করেছে তাদেরকেও আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

Exit mobile version