Site icon Jamuna Television

গাজীপুরে ডেঙ্গুতে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরঃ
গাজীপুরের সামন্তপুর এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এর আগে গত ৪ দিন ওই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত মেহেদী হাসান জিসান স্থানীয় ছোট দেওড়া অগ্রনী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র এবং কৃষক বিল্লাল হোসেন ফকিরের ছেলে।

জানা গেছে, গত ২১ আগষ্ট ডেঙ্গু আক্রান্ত জিসানকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫দিন চিকিৎসার পর গুরুতর অবস্থায় চিকিৎসকরা জিসানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে জিসানের মৃত্যু হয়।

হাসপাতালের দেয়া তথ্যমতে , শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৪৮৪জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ১৮জন। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই হাসপাতালে ভর্তি রয়েছে ৩১ জন।

Exit mobile version