Site icon Jamuna Television

অরুণ জেটলির অন্ত্যেষ্টিক্রিয়ায় বিজেপি এমপিরসহ ১১ মোবাইল চুরি

ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দাহ-কর্মের সময় ক্ষমতাসীন বিজেপির এমপি বাবুল সুপ্রিয় ও পতঞ্জলির প্রবক্তা এসকে তিজারাওয়ালসহ ১১ জনের মোবাইল ফোন চুরি হয়েছে।

রোববার নিগম বোধঘাটে এই শবদাহ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাপক ভিড়ের সুযোগ নিয়ে চোরেরা তাদের মোবাইল হাতিয়ে নিয়েছে।-খবর এনডিটিভির

সোমবার টুইটারে এসকে তিজারাওয়াল বলেন, আরও ১০ জনের সঙ্গে তিনি নিজের মোবাইলটি খুইয়েছেন। সন্ধ্যার আগে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, যখন আমরা অরুণ জেটলিকে শ্রদ্ধা নিবেদনে ব্যস্ত ছিলাম, তখন যেই ফোনে অনুষ্ঠানের ছবি তুলছিলাম, সেটি চুরি হয়ে গেছে। শ্মশানঘাটকেও লোকজন ছাড় দিচ্ছে না, যা খুবই দুঃখের বিষয়। মানুষের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে তারা।

পুলিশ জানিয়েছে, তারা ফোন চুরির পাঁচটি অভিযোগ পেয়েছে এবং উদ্ধারের প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছে।

গত মাসে পশ্চিম দিল্লিতে আয়োজিত বিজেপি সাংসদ এবং সুফি গায়ক হংসরাজ হংসের এক শোভাযাত্রায় এই একই ঘটনা ঘটেছিল। এ ছাড়া গত সপ্তাহে মন্ডি হাউসের কাছে মহাধিবক্তার স্ত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায় চোরেরা।

Exit mobile version