Site icon Jamuna Television

কিশোর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

বগুড়া ব্যুরো
বগুড়ায় কিশোর রিপনকে অপহরণ ও হত্যার মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক এই আদেশ দেন।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ নভেম্বর বগুড়া সদর উপজেলার বারোপুর এলাকার কিশোর রিপন নিখোঁজ হয়। ৫ দিন পর বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে চাঁদপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে নিকটাত্মীয়রা রিপনকে হত্যা করেছে এমন অভিযোগে তার বাবা ফারুক হোসেন মামলা দায়ের করেন।
বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক শরমিন আকতার।

রায়ে অভিযোগপত্রভূক্ত ৫ আসামি সাব্বির, ইউসুফ, সজীব, রিহান ও রাশেদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

Exit mobile version