Site icon Jamuna Television

এবার বাসচাপায় বিআইডব্লিউটিসি’র নারী কর্মকর্তার পা বিচ্ছিন্ন

রাজধানীর বাংলামোটরে ট্রাস্ট পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এঘটনায় বাসটির চাপায় বিআইডব্লিউটিসি’র এক নারী কর্মকর্তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঘটে এ ঘটনা।

জানা যায়, কারওয়ান বাজারে অবস্থিত বিআইডব্লিউটিসি’র হিসাব রক্ষণ বিভাগের কর্মকর্তা কৃষ্ণা রানী রায় দুুপুরে অফিস থেকে ফুটপাত দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। এসময় ট্রাস্ট পরিবহনের বেপরোয়া বাসটি তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। এসময় বাসের একটা চাকা তার পায়ের ওপর উঠে যায়। এতে করে কৃষ্ণার বাম পায়ের হাঁটুর নিচ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কৃষ্ণাকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ড হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার শিকার বাসটি (ঢাকা মেট্টো-ব ১১-৯১৪৫) জব্দ করেছে হাতিরঝিল থানা পুলিশ। তবে বাসটির চালক ও হেলপার কাউকে আটক করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ৩ এপ্রিল দুই বাসের চাপায় হাত হারান সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় রাজীব।

Exit mobile version