Site icon Jamuna Television

পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ দেনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার (৭) রায়পুর উপজেলার চরবংশী গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং মীম আক্তার (৯) একই গ্রামের মো. মিজানের মেয়ে। তারা দেনায়েতপুর হালিমা মাদ্রাসার ছাত্রী। নিহত দুজনের বাবা-ই পেশায় রিকশা চালক। তারা পরিবার নিয়ে পৌর শহরের মঞ্জু মিয়াজির ঘরে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, বিকেলে খেলতে গিয়ে ঘটনাস্থলের একটি পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রী মারা যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version