
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধ না করতে পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রবিউল মোল্লা (৩০) নামে এক যুবক। সে বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম কামারগ্রামের শুকুর মোল্লার ছেলে। রবিউলের দু’টি সন্তান রয়েছে।
পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার (২৭ আগষ্ট) নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগায় রবিউল। বুঝতে পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিত্র সরকার তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পৌরসভার কাউন্সিলর শেখ আজিজুল হক জানান, রবিউল মোল্যা পেশায় বিদ্যুত মিস্ত্রি। সে একাধিক এনজিও থেকে ৪/৫ লক্ষ টাকার ঋণ উত্তোলন করেছিল। প্রতি সপ্তাহে এই ঋণের কিস্তির জন্য বড় অংকের টাকা পরিশোধ করতে হত তাকে। কিস্তি পরিশোধ না করতে পারায় রবিউল মোল্যা আত্মহত্যার পথ বেছে নেয়।
বোয়ালমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) শহিদুল ইসলাম জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
				
				
				
 
				
				
			


Leave a reply