Site icon Jamuna Television

বগুড়ার এমপি বাবলুর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান স্থগিত

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের পরবর্তী তারিখ জানিয়ে দেয়া হবে।

এর আগে রাত ৮টায় জাতীয় পার্টির বনানী অফিসে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতে ফুল দিয়ে পার্টিতে যোগ দেয়ার কথা ছিল বগুড়ার ওই স্বতন্ত্র সংসদ সদস্যের।

একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে বিপুল ভোটে রেজাউল করিম বাবলু সংসদ সদস্য হওয়ার পর থেকে তাকে দলে নিতে আওয়ামী লীগ ও বিএনপি টানাহেচড়া শুরু করে।

তার স্বাক্ষর জাল করে দলে যোগদানের বিষয় নিয়েও ধূম্রজাল সৃষ্টি হয়। পরে ১ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে রেজাউল করিম বাবলু জানান, তিনি কোনো দলে যোগ দেননি। দেশ, জাতি ও জনগণের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

Exit mobile version