Site icon Jamuna Television

অন্তরঙ্গ রোমান্স নিয়ে আলোচনায় প্রভাস-শ্রদ্ধা

প্রভাসের নতুন ছবি ‘সাহো’ তিনদিন পরেই মুক্তি পাবে। কিন্তু এর আগেই নেটিজনদের কাছে ছবির কিছু কিছু দৃশ্য আলোচনার জন্ম দিয়েছে। প্রভাস-শ্রদ্ধার অন্তরঙ্গ রোমান্স নজর কেড়েছে দর্শকদের।

সম্প্রতি ছবিটির নতুন গান ‘বেবি ওন্ট ইউ টেল মি’ মুক্তি পেয়েছে। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে অন্তর্জালে। ইউটিউবে ‘বেবি ওন্ট ইউ টেল মি’ মুক্তির মাত্র এক ঘণ্টায় চার লাখবার দেখা হয়েছে। গানটির হিন্দি ভার্সন সুর করেছেন শংকর, এহসান ও রায়। কথা লিখেছেন মনোজ যাদব। গেয়েছেন আলিসা মেন্ডোনসা। গানটিতে প্রভাস-শ্রদ্ধার অন্তরঙ্গ রোমান্স এরইমধ্যে বেশ আলোচিত হচ্ছে।

Exit mobile version