Site icon Jamuna Television

রবি শাস্ত্রীর এখন গরম জুস খাওয়ার সময়!

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে কঠোর সমালোচনায় পড়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নর্থ সাউন্ড টেস্টে ৩১৮ রানের বিশাল ব্যবধানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ভারত। দলের অসাধারণ জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা যে যার মতো সময় কাটাচ্ছেন। জাহাজে করে সমুদ্রে ঘুরেছেন বিরাট কোহিল-আনুশকা শর্মা, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিনরা।

বসে নেই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রীও। তিনি অ্যান্টিগায় নারকেল বাগানে গিয়েছিলেন।

সোমবার রবি শাস্ত্রী টুইটারে একটি ছবি পোস্ট করেছে লিখেছেন, ‘গরম গরম জুস খাওয়ার সময়। অ্যান্টিগায় নারকেল বাগানে দারুণ সময় কাটাচ্ছি।’

শাস্ত্রীর এই ছবি ও ক্যাপশনের পর নেটিজেনরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড করতে শুরু করেছেন। নেটিজেনদের একজন রবি শাস্ত্রীর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এখন হুইস্কি খাওয়ার সময়।’

আরও একজন লিখেছেন ‘ফিটনেস ও লিভারের দিকে নজর দিন। আপনি ভারতীয় কোচ। গলি ক্রিকেটের কোচ নন।’

আবার একজন লিখেছেন, ‘আপনার বিয়ার দরকার। জুস নয়। আপনার পরবর্তী ছবিটা পোস্ট করুন।’

সূত্র: আজকাল

Exit mobile version