Site icon Jamuna Television

হঠাৎ ঘুম ভাঙলে যা করবেন না

অনেকেরই মধ্য রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। এরপর আর ঘুম আসতে চায় না। এর মতো বাজে এবং বিরক্তিকর অনুভূতি আর নেই। এ থেকে বাঁচতে হলে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। আসুন, জেনেনি কোন কোন বিষয়গুলো হঠাৎ ঘুম ভাঙলেও দ্রুত আবার চোখে ঘুম নামিয়ে দিতে সাহায্য করবে।

খুব বেশি প্রয়োজন না হলে বাথরুমে যাবেন না

ঘুম বিশেষজ্ঞ ডা. মাইকেলের মতে, হঠাৎ ঘুম ভেঙে গেলে শোয়া থেকে বিছানায় উঠে বসে আপনাকে হৃদস্পন্দন বাড়াতে হবে। কেন এমনটা প্রয়োজনীয়? ডা. মাইকেল বলেন, অবচেতন অবস্থায় বা ঘুমের মাঝে হৃদক্রিয়ার একটি সাধারণ আনুপাতিক হার আছে। এই হৃদস্পন্দনের এর হার প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন। সাধারণত প্রতি সেকেন্ডে ৬০ বার হৃদস্পন্দন হয়।

ঘুম থেকে জাগার পরপরই বিছানা ত্যাগ করা মানে আপনি আপনার হৃদস্পন্দন প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন এবং জোর করছেন হৃৎপিণ্ডকে অভিকর্ষ বলের বিরুদ্ধে রক্ত চলাচলের প্রক্রিয়া বাড়াতে। যার মানে হৃদস্পন্দন প্রতি সেকেন্ডে ৬০ এর অধিক হয়ে যেতে পারে।

অন্যদিকে ঘুমের উদ্দেশ্যে আবার শুয়ে পড়লে আপনার হৃদস্পন্দন আবার কমে যাবে ঠিকই কিন্তু ব্যাপারটা অল্প সময়ে আর ঠিক হয় না।

তাই খুব প্রয়োজন না হলে ঘুম ভাঙলেও বিছানা ছাড়বেন না তাড়াহুড়ো করে। এমনকি বাথরুমেও যাবেন না।

শান্ত হোন এবং ঘড়ির দিকে তাকাবেন না

ডা. মাইকেল বলেন, অনেক মানুষের অযৌক্তিক ভয় কাজ করে পর্যাপ্ত ঘুম না হলে। অনেকেই মধ্যরাতে ঘুম থেকে জেগে উঠলে পুনরায় ঘুমাতে না পারলে প্রথমেই ঘড়ি দেখে। এবং মনে মনে হিসাব করে কত ঘণ্টা বাকি আছে ঘুম থেকে ওঠার জন্য, তারা যে সময় অ্যালার্ম দিয়েছিল তার থেকে।

মাইকেল এ ব্যাপারে একটি পরামর্শ দিয়েছেন, সবচেয়ে ভালো হয় যদি আপনি শান্ত হয়ে শুয়ে থাকুন। যদি আপনি অস্থির ও চিন্তিত হয়ে পড়েন তবে এটা অসম্ভব খুব সহজে আবার ঘুম আসা। তাই মনকে শান্ত রেখে ঘুমের কামনা করতে পারেন।

Exit mobile version