
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকা ডুবে প্রাণ গেছে অন্তত ৪০ আশ্রয়প্রার্থীর। উদ্ধার করা হয়েছে শিশুসহ পাঁচজনের মরদেহ। মঙ্গলবার, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- UNHCR জানিয়েছে এ তথ্য।
নৌকাডুবির এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৬৫ জনকে। বেশিরভাগই সুদানের নাগরিক। উদ্ধার করা হয়েছে মিসর, মরক্কো আর তিউনিসিয়ার কয়েকজন অভিবাসনপ্রত্যাশীকেও। এখনও চলছে উদ্ধারকাজ। গেল সপ্তাহেই অভিবাসীবোঝাই নৌকা ডুবে প্রাণ যায় শতাধিক মানুষের; এ বছর এখন পর্যন্ত এ সংখ্যা প্রায় ৯শ’।
ভূমধ্যসাগর হয়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার সময়, এ বছর সাগরে ভাসমান সাড়ে পাঁচ হাজার আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে লিবীয় কোস্টগার্ড। এ অবস্থায়, উদ্ধারকাজ পরিচালনাকারী বেসরকারি সাহায্য সংস্থাগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ইউরোপীয় রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। উদ্ধার হলেও কোনো দেশে আশ্রয় না পাওয়ায় উত্তাল সাগরে ভাসছে কয়েকশ’ আশ্রয়প্রার্থী।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply