Site icon Jamuna Television

যশোরে মহাসড়কের পাশে চালকের গলাকাটা লাশ

যশোরে মহাসড়কের পাশে এক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাসানুজ্জামান (৫০)।

বুধবার সকাল ৭টার দিকে সদরের চুড়ামনকাটি উত্তরপাড়ার যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কুষ্টিয়া সদরের জুগিয়া গ্রামের জহুরুল আলমের ছেলে।

যশোর কোতোয়ালি থানার এসআই হাসানুজ্জামান বলেন, হাসানুজ্জামানকে গলা কেটে হত্যা করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে হত্যার পর চুড়ামনকাটি উত্তরপাড়ার যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে মরদেহটি ফেলে গেছে দুর্বৃত্তরা।

নিহতের কাছে মোটর শ্রমিক ইউনিয়নের একটি পরিচয়পত্র ছিল। সেখানে নাম ও পরিচয়সহ পদবি ড্রাইভার (চালক) লেখা আছে। এর সূত্র ধরে নিহতের বাড়িতে খবর পাঠানো হয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ এখনও কিছুই জানতে পারেনি।

Exit mobile version