Site icon Jamuna Television

মহাসড়কের পাশে চালকের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, যশোর
যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকা থেকে হাসানুজ্জামান নামে এক ড্রাইভারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ ওই ব্যক্তির পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেছে। ড্রাইভিং লাইসেন্স ওই যুবকের নাম হাসানুজ্জামান, বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার যোগিয়াগ্রামে। তবে তিনি চাকরি করতেন ঝিনাইদহের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি)। তিনি ওই অফিসের গাড়ি চালক।

যশোর কোতোয়ালি থানার এসআই মনিরুজ্জামান জানান, ধারনা করা হচ্ছে ওই গাড়িচালককে অন্য কোন স্থানে গলা কেটে হত্যার পর সন্ত্রাসীরা লাশটি চুড়ামনকাটি উত্তরপাড়ায় যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। তবে, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

Exit mobile version