Site icon Jamuna Television

আজও থামছেনা বৃষ্টি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া আফিস বলছে, নিম্নচাপের প্রভাব কাটতে সময় লাগবে কাল সোমবার সকাল পর্যন্ত। ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ভারি কিংবা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে আছে ৩ নম্বর সতর্কতা সংকেত। আজ সারাদেশের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে বলছে আবহাওয়া অধিদফতর। সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানানো হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী। সকাল থেকেই তীব্র গণপরিবহন সংকটে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবী মানুষকে।

Exit mobile version