Site icon Jamuna Television

ষড়যন্ত্র করা ছাড়া বিএনপির আর কোনো পথ খোলা নাই: ওবায়দুল কাদের

রাজনীতিতে ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া ছাড়া বিএনপির আর কোনো পথ খোলা নাই। তারা সবক্ষেত্রে ব্যর্থ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুরে, বঙ্গবন্ধু মেডিকেলে শোক দিবসের আলোচনায় তিনি এমন্তব্য করেন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কিছু এনজিওর সাথে ষড়যন্ত্র করেছে বিএনপি। এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।

ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস আসলেই বিএনপি দিশেহারা হয়ে যায়। তবে তারা যতই দায় এড়ানোর চেষ্টা করুক না কেন জনতার আদালতে প্রমাণ হয়ে গেছে ১৫ ও ২১ আগস্টের হোতা বিএনপি।

Exit mobile version