Site icon Jamuna Television

ছেলেকে হত্যা করে বাবার আত্মহত্যা

সংসারে অভাব অনটন ও ছেলে প্রতিবন্ধি থাকায় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর হাজিবাড়ি এলাকায় ছেলেকে হত্যা করে আত্মহত্যা করেছে বাবা। নিহতরা হলেন- নরসিংদীর বেলাব থানার বটেশ্বর এলাকার বাসিন্দা আব্দুল হালিম (৩২) ও তার ছেলে নোমান (৮)। তারা সপরিবারে টঙ্গীর হাজিবাড়ি এলাকার শাহজাদা আলমের বাড়িতে ভাড়া থাকতো।

পুলিশ ও এলাকাবাসী জানায়, টঙ্গীর হাজিবাড়ি এলাকার শাহজাদা আলমের বাসা বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো আব্দুল হালিম। তার পরিবারে ৪ সন্তান ও স্ত্রী ছিল। সংসারে অভাব অনটন থাকায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন আব্দুল হালিম। এক পর্যায়ে রাত ২টার দিকে তার প্রতিবন্ধি ছেলে নোমানকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তিনি নিজেও বারান্দার গ্রিলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

আজ সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Exit mobile version