Site icon Jamuna Television

নেত্রকোণায় কলেজ ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

কামাল হোসাইন,নেত্রকোণা

নেত্রকোণা আবু আব্বাছ কলেজের শিক্ষার্থী ইয়াসমীন আক্তার এর ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আবু আব্বাছ কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে কলেজের শিক্ষক,শিক্ষার্থী, স্বাবলম্বী উন্নয়ন সমিতিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ফুফাতো ভাইয়ের সাথে বেড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়ে ময়মনসিংহ মেডিকেলের আইসিইউতে দুদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে কলেজ ছাত্রী ইয়াসমিনের (২৪)।

এ ব্যাপারে অভিযুক্ত নেত্রকোণা সদর উপজেলার ত্রিপুর বালী গ্রামের মৃত হাশেম উদ্দিনের ছেলে আলমগীর (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

Exit mobile version