Site icon Jamuna Television

সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একসাথে লড়বে রাশিয়া ও তুরস্ক

সিরিয়ার ইদলিব থেকে সন্ত্রাসী গোষ্ঠী উৎখাতে একসাথে কাজ করবে রাশিয়া ও তুরস্ক। মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্টের সাথে এক যৌথ সংবাদ সম্মলনে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইদলিবে সন্ত্রাস বিরোধী অভিযানে এরই মধ্যে যৌথ পরিকল্পনা গৃহীত হয়েছে বলেও জানান তিনি। ইদলিবের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার পেছনে সিরিয় সরকারের সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি দাবি করেন, তুরস্কের সীমান্তবর্তী ইদলিবে মানবিক সংকট তৈরি করেছে সিরিয় বাহিনীর অভিযান। পাশাপাশি হুমকি হয়ে উঠেছে তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্যও।

Exit mobile version