Site icon Jamuna Television

মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় জয় চন্দ্র দাস (৩২) নামে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ। বুধবার সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের বরাব রেললাইনের পাশে একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জয় চন্দ্র দাস কিশোরগঞ্জ জেলার ইটনার পরেশ চন্দ্র দাসের ছেলে। তিনি বরাবর নারায়ণ দাসের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পলাশে তিনি মাছের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে রেললাইনের পাশে একটি গাছে জয় চন্দ্র দাসের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে দেন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

Exit mobile version