Site icon Jamuna Television

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন খন্দকার আনোয়ারুল ইসলাম

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। খন্দকার আনোয়ারুল ইসলাম ১৩ নভেম্বর ২০১১ তারিখে সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন। তিনি ২০১৩ সালের ৩১ জানুয়ারী সচিব পদে এবং ২০১৭ সালের ১৩ জুলাই সিনিয়র সচিব পদে পদোন্নতি লাভ করেন। খন্দকার আনোয়ারুল ইসলাম ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। ৱ

খন্দকার আনোয়ারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ হতে বিএসএস ও এমএসএস ডিগ্রী অর্জন করেন।

Exit mobile version