Site icon Jamuna Television

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মার্কেটে আগুন, নিহত ১

নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় সিটি করপোরেশন মার্কেটের পদ্মা প্লাজার তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে মারা গেছেন একটি বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ড। ভোর তিনটা ৪৫ মিনিটে তিন তলার ইউসিবি ব্যাংকে আগুন দেখতে পান স্থানীয়রা। আতঙ্কে ছাদে আশ্রয় নেন অনেকে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দগ্ধ হয়ে মারা যান ব্যাংকের নিরাপত্তাকর্মী সেলিম। পুড়ে গেছে ব্যাংকটির মালামালও। ছাদে আশ্রয় নেয়াদের উদ্ধার করতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিসের এক কর্মী। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ভবনটির তিন তলা পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। বাকি সাতটি তলা আবাসিক।

Exit mobile version