Site icon Jamuna Television

ফের নামঞ্জুর ডিআইজি মিজানের জামিন আবেদন

দুদকের কর্মকর্তাকে ৪০ লাখ টাকা ঘুষ প্রদানের মামলায় ডিআইজি মিজানের জামিন আবেদন নামঞ্জুর করলো আদালত। এরআগে গত ৩১ জুলাই তার তার পক্ষে জামিন আবেদন করলে তা নাকচ করে দেয় আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।

এসময় আসামি পক্ষে জামিনের আবেদন করেন সাবেক পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী ও দুদকের পক্ষ থেকে জামিন আবেদনের বিরোধীতা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আব্দুস সালাম।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে ডিআইজি মিজানের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এসময় আজ এই মামলার প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও দুদক প্রতিবেদন দাখিল না করায় বিচারক আগামী ২ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন।

Exit mobile version