Site icon Jamuna Television

বারবার চশমা মুছে অজি বোলারদের ছন্দে ব্যাঘাত ঘটান লিচ

হেডিংলি টেস্ট শেষে ভাইরাল হয় জ্যাক লিচের চশমা পরিষ্কার করার দৃশ্য। সতীর্থ বেন স্টোকসকে বিশ্রামের সুযোগ করে দিতেই এমন কাজ করেছিলেন এই ইংলিশ স্পিনার।

বারবার চশমা মোছার ঘটনায় আলোচিত হয়েছেন স্পিনার লিচ। ইংলিশ ব্যাটসম্যানদের হাপিয়ে তুলতে যখন ব্যস্ত ছিলেন অজি ক্রিকেটাররা। তখনি চশমা মোছার ছলে ব্যাঘাত ঘটাতে চেয়েছেন বোলারদের ছন্দে। এমন দৃশ্য বেশ উপভোগ করেছেন বলেও জানান লিচের চোখের চিকিৎসক অমর শাহ।

এমন হবে জানলে চশমায় থাকা লোগোও নাকি আরও বড় করে দিতেন এই তিনি। ঐতিহাসিক হেডিংলি টেস্টে অপরাজিত ১ রান করে ইংলিশ হৃদয়ে পার্শ্ব নায়ক হিসেবে জায়গা করে নিয়েছেন জ্যাকি লিচ।

Exit mobile version