Site icon Jamuna Television

সাবেক উপজেলা চেয়ারম্যানের তোরণে ব্যানার লাগালো বর্তমান চেয়ারম্যান!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতার তোরণে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যানার সাটানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হোসেন্দী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ওই তোরণে রাতের আঁধারে রাজনৈতিক প্রতিপক্ষ শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরার আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা ব্যানার সাটানো হয়। অথচ তোরণে নিজের ছবি সম্বলিত ফেস্টুনসহ একই উপলক্ষ্যে ব্যানার সাটানোর প্রস্তুতি নিচ্ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

এ ঘটনায় উপজেলা জুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা সাংবাদিকদের জানান, দীর্ঘ ১০ বছর ধরেই হোসেন্দী এলাকার ওই তোরণে ব্যানার-ফেস্টুন সাটাচ্ছেন তিনি। নিজ খরচে ১ লক্ষ টাকা ব্যয়ে ওই তোরণ নির্মাণ করেছিলেন তিনি। এ বছর ১৫ আগস্টের পূর্বে ওই তোরণ নতুন করে সংস্কার করে ব্যানার সাটান তিনি। পরে সেই ব্যানার নামিয়ে সেখানে শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরার শুভেচ্ছা ব্যানার সাটানোর প্রস্তুতি চালাচ্ছিলেন। অথচ রাতের আঁধারে সেখানে প্রতিপক্ষ ব্যানার সাটিয়েছে। সেখানে বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের ছবি সম্বলিত ব্যানার দেখা যায়।

রেফায়েত উল্লাহ খান তোতা আরো বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করি না। তাই কোন অভিযোগ নয়, শুধু মাত্র মিডিয়ার মাধ্যমে ঘৃণ্য এ ঘটনা জনগণকে জানাতে চাই।

এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Exit mobile version