Site icon Jamuna Television

অফিসে হঠাৎ অসুস্থ হলে কী করবেন?

রাজধানীর উত্তরায় প্রাইম ব্যাংকের কার্যালয়ে দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে এক নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে।

ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার গহর জাহানের মৃত্যুর সেই ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। প্রাইম ব্যাংকের উত্তরার জসীমউদদীন রোড শাখা কার্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়া ভিডিওটি।

গহর জাহানের বড় ভাই মারুফ নেওয়াজ বলেন, কাজ করার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।তবে চিকিৎসকরা জানিয়েছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

কর্মক্ষেত্রে কেউ হঠাৎ অসুস্থ হলে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিতে হবে। তবে বাংলাদেশে বহু প্রতিষ্ঠানে ফার্স্ট এইড বক্সও রাখা হয় না বলে অভিযোগ আছে। এ খবর দিয়েছে বিবিসি।

বাংলাদেশের সরকারি অফিসগুলোতে কর্মরতরা অনেকেই জানিয়েছেন তারা তাদের বেতনের সাথে চিকিৎসা ভাতা পেয়ে থাকেন তবে অফিসে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা ছাড়া আর কোনো ব্যবস্থা নেয়ার সুযোগ নেই।

আসুন জেনে নেই অফিসে হঠাৎ হার্ট অ্যাটাক হলে কী করবেন?

১. অফিসে হঠাৎ অসুস্থ হলে ছুটি নিয়ে বাসায় বা ডাক্তারের কাছে যেতে হবে।

২. বেশী অসুস্থ হলে সহকর্মীদের সহযোগিতা নিয়ে হাসপাতালে যেতে পারে।

৩. হৃৎস্পন্দন বন্ধ হলে বা কমে গেলে কিংবা শ্বাসপ্রশ্বাস সাময়িক কমে গেলে তাকে সিপিআর দিয়ে সহায়তা করা যায়।

৪. হার্ট অ্যাটাক বা বিভিন্ন কারণে শ্বাস প্রশ্বাসে সমস্যা হলে জরুরি প্রাথমিক চিকিৎসা হিসেবে সিপিআর দেয়াটা বিশ্বজুড়ে প্রচলিত।

৫. সিপিআর সম্পর্কে কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে শিখিয়ে নেয়া যেতে পারে।

Exit mobile version