Site icon Jamuna Television

পার্লামেন্ট মুলতবির সিদ্ধান্তে উত্তাল ব্রিটেন

ব্রেক্সিট ইস্যুতে পাঁচ সপ্তাহ পার্লামেন্ট মুলতবির সিদ্ধান্তে উত্তাল ব্রিটেন। বিক্ষোভ-প্রতিবাদ আর সরকারের সমালোচনায় মুখর দেশটির রাজপথ।

এরইমাঝে, প্রশাসনের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিশন দাখিল করা হয়েছে। যাতে সই করেছেন লাখো ব্রিটিশ। বুধবার, প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট মুলতবি রাখার প্রস্তাবে সম্মিত দেন রানী দ্বিতীয় এলিজাবেথ। রাজপ্রাসাদ থেকে জারি করা হয় ডিক্রি। সে অনুযায়ী, ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেড়িয়ে যাবে ব্রিটেন।

এর আগে ১৪ অক্টোবর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রানী। বিরোধী লেবার পার্টিসহ অন্যান্যদের অভিযোগ, চুক্তিহীন ব্রেক্সিট অনুমোদন পাবে না- এ আশঙ্কা থেকেই মুলতবি করা হয়েছে পার্লামেন্ট। অবশ্য প্রশাসন বলছে- বিচ্ছেদের আগে বিতর্কের জন্য যথেষ্ট সময় পাবেন আইনপ্রণেতারা।

Exit mobile version