Site icon Jamuna Television

২০২০ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর কাজ শেষ হবে: ওবায়দুল কাদের

২০২০ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও জানান, ২০২১ সালের জুনে চলাচলের জন্য খুলে দেয়া হবে পদ্মসেতু।

সকালে সচিবালয়ে পদ্মা সেতুর বরাদ্দকৃত অর্থ ব্যবস্থাপনার চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা জানান ওবায়দুল কাদের। এসময় জানানো হয় মূল সেতুর সবকটি পাইল ড্রাইভিং এর কাজ শেষ হয়েছে। তাছাড়া মূল সেতুর ৪২ টি পিলারের মধ্যে ৩১ টি পিলারের কাজও শেষ। চলতি বছরের ডিসেম্বরে সবগুলো পিলারের কাজ সম্পন্ন হবে বলে জানান ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে সেতুসচিব জানিয়েছেন, সেতুর জন্য বরাদ্দকৃত টাকার বাইরে অতিরিক্ত টাকা খরচ হবেনা।

Exit mobile version