Site icon Jamuna Television

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের সাথে গঠনমূলকভাবে কাজ করছে চীন: রাষ্ট্রদূত

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের সাথে গঠনমূলকভাবে কাজ করছে চীন। এনিয়ে দুই দেশের মধ্যে আলোচনাও চলছে।

সকালে পররাষ্ট্র মন্ত্রনালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত লি জি মিন।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশই চায় রোহিঙ্গা সংকটে দ্রুত সমাধান।

সম্প্রতি, নতুন রাষ্ট্রদূত লি জি মিন বাংলাদেশে দূতাবাসে আসার পর আজ প্রথম পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। এসময় দুই দেশের সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলাপ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত।

Exit mobile version