Site icon Jamuna Television

বিশ্বের অনিরাপদ নগরীর তালিকায় পঞ্চম ঢাকা

নিরাপদ নগর সূচকের সাম্প্রতিক সংস্করণে বিশ্বের অনিরাপদ নগরীর তালিকায় পঞ্চমে ঢাকা শহরের অবস্থান। গত বছর তালিকার শেষের দিকে তিন নম্বরে ছিল বাংলাদেশের রাজধানী।

সে ক্ষেত্রে সূচকে দুই ধাপ এগিয়েছে এ মহানগরী। এনইসি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এই প্রতিবেদন তৈরি করেছে।

ডিজিটাল, স্বাস্থ্য, অবকাঠামো ও ব্যক্তিগত নিরাপত্তাকে অন্তর্ভুক্ত করে এমন ৫৭টি সূচকে ৬০টি দেশের তালিকা দেয়া হয়েছে নিরাপদ নগর সূচকের এই প্রতিবেদনে।

ব্যাপক গবেষণা ও সরেজমিনে বিশেষজ্ঞদের সাক্ষাতকারের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করেই এই সূচক দেয়া হয়েছে।

এ বছর ডিজিটাল, স্বাস্থ্য, অবকাঠামো ও ব্যক্তিগত নিরাপত্তার সূচকে ঢাকা দুর্বলভাবে অগ্রসর হয়েছে। ঢাকার নিচে থাকা বাকি চারটি শহর হচ্ছে- করাচি, ইয়াঙ্গুন, কারাকাস ও লাগোস।

বিশ্বের নিরাপদ শহরের তালিকায় শীর্ষে রয়েছে জাপানের রাজধানী টোকিও। এর পরে সিঙ্গাপুর, জাপানের ওসাকা, নেদারল্যান্ডসের আমস্টারডাম ও অস্ট্রেলিয়ার সিডনির অবস্থান।

অবকাঠামো নিরাপত্তার শ্রেণিতে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রাখা হয়েছে ঢাকাকে।

সূচকে বলা হয়- ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তাকে বিবেচনায় রেখে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার দিক থেকে ঢাকা চতুর্থ অনিরাপদ নগরী। আর ব্যক্তিগত নিরাপত্তায় ষষ্ঠ অনিরাপদ নগরী ঢাকা।

Exit mobile version