Site icon Jamuna Television

হামদর্দের ব্যবস্থাপনা পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউসুফ হারুণ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
সকাল ১০ টায় দুদক কার্যালয়ে হাজির হন হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক। সন্তানদের পরিচালক পদে চাকরি দেয়া, বেশি বেতন পরিশোধ, প্রতিষ্ঠানের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির নামে অর্থ আত্মসাতের অভিযোগ আছে এমডির বিরুদ্ধে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে হাকিম ইউসুফের বিরুদ্ধে। দুদকের সহকারি পরিচালক মো: সাইদুজ্জামান হামদর্দ এমডিকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে ১১ জুন হাজির হতে বলা হলেও দুদকে যাননি হাকিম ইউসুফ।

Exit mobile version