Site icon Jamuna Television

লোকটিকে বাঁচানো গেলো না

রাজধানীর যাত্রাবাড়িতে সিএনজির ধাক্কায় করুণ মৃত্যু হয়েছে এক পথচারীর। তার নাম দুলু মিয়া। তিনি পেশায় একজন ভ্যান চালক। বৃহস্পতিবার দুপুর ১টায় হঠাৎই দুলু মিয়াকে (৪৫) সজোরে ধাক্কা দিয়ে চলে যায় একটি সিএনজি। পাশেই দায়িত্বরত সার্জেন্ট তারিকুল ইসলামের চোখে ধরা পড়ে ঘটনাটি। সাথে সাথে এগিয়ে গিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ি থামান। তার অনুরোধে চালক দুলু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বাঁচানো গেল না দুলু মিয়াকে।

বেলা দেড়টার দিকে দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকরা। নিহত দুলু মিয়া রংপুরের কোতোয়ালি উপজেলার পাগলাপীর গ্রামের বাসিন্দা। রায়েরবাগ এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন তিনি। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন দুলু মিয়া।

তার মৃত্যু ছুঁয়ে গেছে সেই ট্রাফিক সার্জেন্ট তারিকুল ইসলামকেও। জানান, দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। শুনলাম সে আর বেঁচে নেই। খুব খারাপ লাগছে। সিএনজিটি ধরতে না পারলেও আমি এ বিষয়ে ডিপার্টমেন্টে নোট দিয়েছি।

Exit mobile version