Site icon Jamuna Television

ভারতে পালানোর সময় বেনাপোলে হত্যা মামলার আসামি আটক

বেনাপোল প্রতিনিধি
ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আবু রায়হান জিনাতুল আলম (৪০)নামে এক হত্যা মামলার আসামিকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পার হওয়ার সময় আটক করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মাসুম বিল্লাহ সাংবাদিকদের জানান,পূর্বে থেকেই ইনফরমেশন ছিল হত্যা মামলার আসামি আবু রায়হান জিনাতুল আলম এই চেকপোস্ট দিয়ে পালিয়ে ভারতে যাবে। সে মোতাবেক বহিগমন কাউন্টারে কর্মরত সকল অফিসারদের সতর্ক করা হয়। এবং জিনাতুল আলমের পাসপোর্ট নং নজরদারিতে রাখা হয়। সকল সাড়ে ১১টায় সে ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দিলে যাচাই বাছাই করে তাকে আটক করা হয়।

আটক আবু রায়হান জিনাতুল আলমের নামে বগুড়া জেলার কাহালু থানায় হত্যা মামলা রুজু আছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন ঘটনার স্বীকার করে বলেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আবু রায়হান জিনাতুল আলম নামে এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে।

Exit mobile version