Site icon Jamuna Television

নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে গোয়েন্দা পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের চকরামপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, সম্প্রতি যমুনা টেলিভিশনে পাসপোর্ট অফিসের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার হয়। বিষয়টি পুলিশ সুপার লিটন কুমার সাহার নজরে আসে। এরই প্রেক্ষিতে পাসপোর্ট অফিসে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় দালাল সন্দেহে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। নাটোর পাসপোর্ট অফিসকে দুর্নীতি মুক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Exit mobile version