Site icon Jamuna Television

নাটোরের সিংড়ায় স্বামীর লিঙ্গ কর্তন করল স্ত্রী

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের সিংড়ায় মিটুল (২৮) নামে এক স্বামীর লিঙ্গ কর্তন করেছে তারই স্ত্রী কুলসুম বেগম (৩২)। বুধবার মধ্যরাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের তেঘর গ্রামে এই ঘটনা ঘটে। পরে গুরতর আহত অবস্থায় মিটুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মিটুল একই গ্রামের মোবারক হোসেনের ছেলে এবং কুলসুম বেগুনবাড়ি গ্রামের মকলেছের কন্যা।

সিংড়া থানার ডিউটি অফিসার এসআই পলাশ জানান, প্রায় ৮ মাস আগে গার্মেন্টসে চাকরির সুবাদে কুলসুমের সাথে মিটুলের পরিচয় ঘটে। অতপর প্রেম তারপর গোপনে বিয়ে। সম্প্রতি ঈদের ছুটিতে দুজন বাড়িতে আসে। পরে কুলসুম স্ত্রীর মর্যাদার দাবিতে উঠে পড়ে লাগলে মিটুলের পরিবার তা মেনেও নেয়। এদিকে ঈদের পর থেকেই উভয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। হঠাৎ বুধবার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে মধ্যরাতে স্ত্রী কুলসুম ধারালো ব্লেড দিয়ে মিটুলের লিঙ্গ কর্তন করে। পরে পরিবারের লোকজন মিটুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে খবর পেয়ে পুলিশ কুলসুমকে আটক করে জবানবন্দির জন্য নাটোর আদালতে পাঠানো হয়।

Exit mobile version