
মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া খ্যাত ইসরায়েল রাষ্ট্রের ব্যাপারে কোনও নীতির পরিবর্তন আনবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের।
কাশ্মির নিয়ে আরবের অনেক দেশ ভারতের পাশে দাড়ালেও ইসরায়েল এখন পর্যন্ত কোন বিবৃতি না দেয়ায় ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যপারে পরামর্শ দেয় অনেক দেশ। এর প্রেক্ষিতেই মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে এমন বিবৃতি দেয়া হয়।
ইসরায়েলর সাথে সম্পর্ক স্থাপন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল সাংবাদিকদের বলেন, আমাদের নীতি পরিষ্কার ইসরায়েল নিয়ে আমাদের পররাষ্ট্র নীতিতে কোনও পরিবর্তন নেই।
মূলত, ফিলিস্তিনিদের উপর দখলদারিত্ব বজায় রাখার কারণে ইসারায়েলকে স্বীকৃতি দেয়নি পাকিস্তান।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply