Site icon Jamuna Television

উগান্ডার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মামলা !

এবার উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনির নামে মামলা দায়ের করলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক উগান্ডান ছাত্র। খবর দ্যা গার্ডিয়ানের।

হার্ভার্ডে অধ্যয়নরত উগান্ডান শিক্ষার্থী হিলারি ইনোসেন্ট টেলর সেগুয়ার তার টুইটারে দেশটির প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে একনায়ক লিখে একটি টুইট করেন। আর এই টুইট নজরে পরা মাত্রই তাকে টুইটারে ব্লক করেন প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি।

আর এই ঘটনায় অপমানিতবোধ করে আদালতে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন সেই শিক্ষার্থী।

হিলারি ইনোসেন্ট টেলর এই ঘটনা উল্লেখ করে উগান্ডার রাজধানী কামপালার আদালতে মামলা দায়ের করে উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে ব্লক করাটা কোন বৈধ কাজ হতে পারেনা। এতে একজন নাগরিকের রাজনৈতিক অধিকার হরণ করা হয়।

Exit mobile version