
যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার সম্পাদক সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ডের ২১ বছর আজ। ১৯৯৮ সালের এই দিনে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন তিনি।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার শেষ হয়নি। নানা জটিলতায় থমকে আছে বিচার কাজ। এতে হতাশ স্বজন ও সহকর্মীরা। মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে, দিনটি স্মরণে শোক র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply