Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে আঘাত হানছে হারিকেন ডোরিয়ান, সফর সংক্ষিপ্ত করে দেশে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দিকে এগোচ্ছে শক্তিশালী হারিকেন ডোরিয়ান। বৃহস্পতিবার, ফ্লোরিডা ও বাহামা’য় জরুরি অবস্থা বিস্তৃত করা হয়েছে।

ফ্লোরিডা গর্ভনর রন দে সান্তিস জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে স্থগিত করা হয়েছে বাণিজ্যিক বিমান ফ্লাইটের চলাচল।

এছাড়া, রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোয় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। স্থানীয়দের বালুর বস্তা দিয়ে ঘরবাড়ির চারপাশে বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছে প্রশাসন।

জাতীয় ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফ্লোরিডায় আঘাত হানবে ক্যাটাগরি -ফোর ঘূর্ণিঝড়টি। এসময়, বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২০৯ কিলোমিটার। যার প্রভাবে ভূমিধস ও ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার আশঙ্কা আছে। ঘূর্ণিঝড়ের কারণে পোল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Exit mobile version